Its a Digital Platform for Accounting Learning.....
12000
120
17+
সাফল্য ঘটে না, ঘটাতে হয়। (ক্রিস গ্রেসার) আর সফলতার উচ্চ শীখরে পৌছাতে প্রয়োজন অধ্যবসায়। তবে, আপনার সকল অধ্যবসায় ম্লান হয়ে যেতে পারে যদি সেখানে সঠিক কৌশল আর নির্দেশনার অভাব থাকে। আর আমার দৃষ্টিতে সঠিক নির্দেশনা আর অনুপ্রেরণার অনন্য উৎস এর নাম রিয়াদ ভাই। বর্তমান বাজারে স্বপ্ন দেখানো মানুষের বরই অভাব। কিন্তুু, শত শিক্ষার্থীর মাঝে career নামক স্বপ্নের বীজ বুনন ও তার বাস্তবায়ন এর স্বপ্রনোদিত অভিভাবক এর নাম রিয়াদ স্যার। আপনার পড়ানোর যাদুকরি কৌশল সম্পর্কে just এতটুকু-ই বলতে চাই.....এ যাদুর মোহে যে কোন শিক্ষার্থী আবদ্ধ হতে বাধ্য..... বানিয়ে বলছি না...... I repeat, একটি কথাও বানিয়ে বলছি না..... আপনার যোগ্যতার Testimony আপনার সহস্র শিক্ষার্থী। <<\\ মোঃ বেলাল হোসেন সহকারী পরিচালক (সম্প্রসারণ বিভাগ) বিসিক, শিল্প মন্ত্রনালয়। //>> MBA (HRM) DU BBA (Management) DU Session: 2012-13 HSC-12 Batch
আসসালামুআলাইকুম। স্নেহের ছোট ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এবার মূল কথায় আসি, করোনা মহামারির কারনে বর্তমানে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে। দেশের পরিস্থিতি ও সাভাবিক নয়। যারা এ বছরের এইচএসসি পরীক্ষাথী জানি তারা এই সময়ে অনেক চিন্তায় আছো। প্রথমত, নিদিষ্ট সময়ে এইচএসসি পরীক্ষা হয় নাই, দ্বিতীয়ত, ভর্তি পরীক্ষার প্রস্ততি নেওয়ার সময় ও চলে যাচ্ছে। তাই দুটো পরীক্ষা জন্য তোমাদের প্রস্ততি একসাথে নিতে হবে। যদিও এটা তোমাদের জন্য অনেক কঠিন হয়ে পড়বে। সেই যাই হোক, এত হতাশ হওয়ার কিছুই নেই। তোমরা তো এইচএসসি'র জন্য, ২০১৯ সালের নভেম্বর/ ডিসেম্বর থেকেই প্রস্তুতি নিচ্ছো। এর পাশাপাশি ভর্তি পরীক্ষা জন্য ও প্রস্তুতি নিবে। আশা করি অনেকেই নিচ্ছো। অনেকেই আবার এটাও বলবে, "আরে এইচএসসি পরীক্ষাটা আগে হোক, ভর্তি পরীক্ষার জন্য অনেক সময় আছে, পরে পড়ে নিতে পারবো।” কিন্তু, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিলেই তোমাদের পরীক্ষা নিয়ে নিবে। তাই তোমাদের প্রস্তুত থাকতে হবে। এই দীর্ঘ বন্ধকে কাজে লাগাও এবং নিজেদের প্রস্তুত কর এইচএসসি ও ভর্তি পরীক্ষার সফল যোদ্ধা হিসেবে। ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য বিভিন্ন পাবলিকেশনের বই অনলাইনে পাওয়া যায় ডাউনলোড করে নিতে পারো, অথবা বিগত বছরের বই সংগ্রহ করে নিতে পারো। আর পড়ালিখার বিষয়ে যত পরামর্শ লাগে আরিফ স্যার আছেন। স্যার অবশ্যই তোমাদেরকে সাহায্য করবেন। আরও একটা কথা বলি, এইচএসসি তে A+ পাও নাই। ওই মুহূর্তে তোমাকে হতাশ হলে চলবে না, নিজের উপর আস্থা রাখবে। তোমাকে টার্গেট রাখতে হবে, যেভাবেই হোক তুমি যে কোনো পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাবেই পাবে। এই আত্মবিশাস গুণটা সবার থাকা চাই। কিন্তু মনে রাখবে অতিরিক্ত আত্মবিশাস ভালো নয়। যাই হোক অনেক কথা বললাম, তোমাদের অনেকের সাথে আমার পরিচয় নেই বললেই চলে। কিন্তু পরিচিত হতে ভালোই লাগে। চেষ্টা করবো পরিচিত হওয়ার। সেই পর্যন্ত সবাই ভালো থেকো। সবার জন্য অনেক দোয়া রইল। Meherunnesa Department of Banking and insurance University of Chittagong.
প্রথমেই সবাইকে সালাম জানাচ্ছি। আমি তানজিনা শবনম পাপরি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট এর ছাত্রী। আমার আজকে এই পজিশন এ আসার ক্ষেত্রে যে কয় জন মানুষ এর অবদান রয়েছে তার মধ্যে রিয়াদ ভাই অন্যতম। বস্তুত ভাইয়াই আমাকে ভার্সিটিতে পড়ার স্বপ্ন দেখিয়েছেন। সব কিছুর মধ্যে ভাইয়ার পরীক্ষা নেওয়ার পদ্ধতিটা আমার কাছে বেশি ভালো লাগত। আর আমি মনে করি এইটা ই সবার সফলতার কারণ। সব শেষে একটা-ই কথা পরীক্ষার কোনো বিকল্প নেই.. Chittagong University (B unit) Position (1271) Session: (2019-20)
Assalamualaikum. I am Md. Mahruf Alam Naeem, studying in Rajshahi University in BBA faculty. In this journey of education, a lot of people have helped me to come to this far. One of them was Riead vai who gave me and his other students his best to gain success in this journey. And to me, there is no doubt in his efficiency in Accounting. Md. Mahruf Alam - Accounting, RU 💚 >>NSTU (F unit) Merit - 9th >>CU (D unit) Merit - 1142nd >>RU (B unit) Merit - 264th 💚
আসলামুয়ালাইকুম, আমি মোহাম্মদ সাকিব উদ্দিন । বর্তামানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিবিএ ১ম বর্ষে মানব সম্পদ ব্যাবস্থাপনা বিভাগে অধ্যয়নরত আছি । আজকে আমার পাব্লিক বিশ্ববিদ্যালয় পর্যন্ত আসবার পিছনে আল্লাহর পরে যার অবদান সবচাইতে বেশি তিনি হলেন আমার বাবা এবং মা । তাদের আমার পিছনে আত্নত্যাগ গুলা কোনোদিন শোধ করা যাবে না, তবে এর পাশাপাশি আমার এতোদূর আসার পিছনে আমার শ্রদ্ধেয় স্যার এবং বড় ভাইদের অবদান অনস্বীকার্য। আমাদের মতো মোটামুটি লেভেলের স্টুডেন্টসদের জন্য আরিফ ভাইয়্যাদের মতো ভাইদের গাইড লাইন যে কতোটা ইফেক্টিভ তার জলন্ত প্রমাণ আমি নিজেই । হিসাববিজ্ঞান যে এতো সহজেই বিভিন্ন টেকনিক আকারে পড়া যাই তা আরিফ ভাইয়্যার কাছে না আসলে হইতো জানতেই পারতাম না। যাই হোক দোয়া করবেন আমাদের জন্য আর ছোটো যারা এ লেখাটা পড়বা তোমাদের জন্য রয়েছে শুভকামনা। দেখা হবে বিজয়ে ইনশাল্লাহ । 💚DU (c) -1499,JnU -519,JU-233,CU-500💚
Assalamualaikum. I'm Robiul Hasan Rakib, an undergraduate student of Department of Finance, University of Dhaka, session 2019-2020, (Merit position-200). To my journey towards University of Dhaka, Accounting Arif plays an prominent role . The teaching tactics are all unique and easy to understand. Most importantly, the exams that are taken regularly are very congenial. The way of teaching will gradually enhance confidence. Most mention-able a friendly teacher Arif Bhai who will guide you in throughout the whole time . >>>DU-BBA-merit-200 session (2019-2020)
আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ একরাম উল্লাহ্। আমি বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফিন্যান্স ডিপার্টমেন্টে (২০১৯-২০) অধ্যয়নরত আছি। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া কিছু প্রিয় ভাই পেয়েছি যাদের দিকনির্দেশনার কারণে আমি এ পর্যায়ে এসেছি। যাদের মধ্যে আরিফ ভাই অন্যতম। যখন ইন্টার ১ম বর্ষ ছিলাম তখন নিজেকে খুব দুর্বল ভাবতাম। ভাবতাম ঢাবি, চবি, রাবি এসব জায়গায় চান্স পাওয়া আমার মতো দুর্বল ছাত্রের দ্বারা সম্ভব না। কিন্তু রিয়াদ ভাই আমার এ মানসিকতা পরিবর্তন করে দিল। তিনি তার বিভিন্ন ছাত্রদের মাধ্যমে উদাহরণ দিয়ে আমাদের উৎসাহিত করতেন। দোয়া করবেন ভাইয়া জীবনে সৎ পথে নিয়োজিত থেকে কিছু করতে পারি। Mohammad Ekram Ullah Finance, R.U. >>DU(D Unit) Merit - 480th; >>R.U(B Unit) Merit -169th; >>NSTU(F Unit) Merit -81th.
আমি তমাল বড়ুয়া। বর্তমানে উপকূলীয় অক্সফোর্ড খ্যাত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হস্পিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে অধ্যায়নরত আছি। এতদূর আসার পিছনে আমাকে অনেক দূর্গম পথ পাড়ি দিতে হয়েছে। এই পথ পাড়ি দিতে সবসময় সাহায্য করেছেন আমার মা-বাবা, বন্ধু-বান্ধব, সিনিয়র এবং শিক্ষকমণ্ডলী। এই সময় দেখা হয়েছিলো আরিফ ভাইয়ের সাথে।আরিফ ভাই মানেই সবসময় নতুন কিছু আর সাথে নিত্যনতুন পড়ানোর টেকনিক। যখনই কোনো বিষয় নিয়ে হতাশ হতাম তখনই আরিফ ভাই সঠিক পথ দেখিয়ে সাহস যোগাতেন। শুধুমাত্র বিশ্ববিদ্যালয় ভর্তিযুদ্ধের সময়ই নয়, পরবর্তী জীবনের করণীয় সম্পর্কেও সবসময় সঠিক পথটি দেখিয়ে চলেছেন। সবশেষে আরিফ ভাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং মহান সৃষ্টিকর্তার কাছে ভাইয়ের মঙ্গল কামনা করছি। Noakhali Science and Technology University (F unit, merit-184, Session—2019-20)
Assalamualaikum, I'm Shoib Ali Rahat, student of Department of Finance University of Chittagong (2019-20). I would like to thank my ammu, abbu, advisor and my brother. Because of them I'm here. Specially Arif bhai. He is not only a mentor to me he is like my brother also. He was a source of inspiration for me. He always showed us the right path. The way he thought us was amazing. He makes the class interesting. I used to do his class regularly. He thought us many types of technic. Those technic makes accounting easier to me. I am greatful having a teacher, guider, mentor like him. Shoib Ali RAHAT CU-BBA- Merit-121 Session (2019-20).
I'm Kawser Alam. I'm from Chittagong, Halishahar to be more exact. I believe, in learning process techniques play a vital role and that is why i like the way arif riead vaia teach. At present i'm a finance student at University of Dhaka. Please keep me in your prayer. DU-BBA Merit position - 26th Session: 2018-2019
আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আকরাম উল্ল্যাহ আহাদ। বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিবিএ তে অধ্যয়নরত আছি। বর্তমানে আমি যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র হতে পেরেছি তার পিছনে আমার প্রচেষ্টার পাশাপাশি আমার বাবা - মা ও শিক্ষকদের অনুপ্রেরণা ও দিকনির্দেশনা দুটোই খুব কাজে দিয়েছে। আর মহান আল্লাহর অশেষ রহমততো ছিলই। কলেজ জীবনের শুরু থেকেই আরিফ রিয়াদ ভাইয়ের কাছে কোচিং করেছি। কখনো একবারের জন্য ও মনে হয়নি পরিবর্তন করা দরকার। কারণ উনার অনুপ্রেরণা ও দিকনির্দেশনা দুটোই আমাকে ভীষণ প্রভাবিত করেছিলো। সবশেষে, রিয়াদ ভাইয়ের কাছে কৃতজ্ঞ পাশাপাশি কৃতজ্ঞ মাহান আল্লাহর ও আমার বাবা-মার প্রতি। Dhaka University ( D unit, merit 250) Rajshahi University ( B unit, merit 327) Chittagong University ( D unit merit 480, C unit 480 )
Hi, I, Nazmul Alam, Student of Organization Strategy and Leadership of University of Dhaka. Education year : 2018-19. I am also running business named Patwary Gents Axis and Patwary e-Delievery. Accounting Arif has marked to have a great turn in my life. Like the sentence, Accounting is not hard, Tactic should be known, i have got many inspiration and direction from my beloved Teacher, All i did is reliance on Arif Riead sir. DU-BBA Merit -1230 Session - 2018-19.
আসসালামু আলাইকুম। আমি মোঃ মাশরুর রিফাত বর্তমানে (2019-2020) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগে অধ্যায়নরত আছি। স্কুল জীবনে পড়াশোনার প্রতি অতো মনোযোগী ছিলাম না, না ছিলাম ভালো ছাত্র হিসেবে পরিচিত। জীবনের পরিবর্তনটা এসেছে কলেজ লাইফেই এসে। যার কারণেই হয়তো আজ আমি নিজেকে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে পরিচয় দিতে পারছি। আর আমার এই পরিবর্তনের পিছনে আমার পরিশ্রম যেমন কাজে লেগেছে তেমনি কয়েকজন অভিজ্ঞ ব্যক্তিদের দিকনির্দেশনাও গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। তেমনি একজন ছিলেন রিয়াদ ভাই। যার দিকনির্দেশনা আমার পড়াশোনা এবং অন্যান্য অনেক ক্ষেত্রে আমার উপকার করেছে। কলেজ জীবনের শুরু থেকেই উনার কাছে কোচিং করা এবং বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা পাওয়া। সত্যিই উনার প্রতি আমি কৃতজ্ঞ, পাশাপাশি কৃতজ্ঞ মহান আল্লাহতায়ালা ও আমার বাবা-মা এর প্রতি। Mashrur Rifat Accounting; CU. >> CU(C Unit)- 225th, >>RU(B Unit) - 415th >>CoU(C Unit)- 225th
আসসালামু আলাইকুম। আমি রাফিহা বিনতে মিজান। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে অধ্যয়নরত আছি। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত এই পরিবারের অংশ হওয়ার পথটি মোটেও সুগম ছিল না। স্কুলে থাকতে আমার ভার্সিটি নিয়ে কোন মাথা ব্যাথা ছিলনা।পড়ালেখাও ঠিকভাবে করতাম না। কলেজে ওঠার পর ধীরে ধীরে ভালো রেজাল্টের প্রয়োজনীয়তা অনুভব করলাম। তখন বুঝলাম রেজাল্ট ভালো হলে নিন্দুকেরাও প্রশংসাকারীতে পরিণত হয়। প্রতিদিন সকাল সকাল চকবাজারে কোচিং করতে যেতাম আর রাস্তায় হাঁটার সময় ভাবতাম একদিন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে দেখাবোই ইন্ শা আল্লাহ। সেদিন কেউ আমাকে নিয়ে হাসতে পারবেনা। আমার সৌভাগ্য যে আমি আরিফ স্যারের মত পথ প্রদর্শক পেয়েছি যে অনেক বেশি উৎসাহ দিতেন। তাঁর নিকট আমি সারাজীবন কৃতজ্ঞ থাকবো।তার অনুপ্রেরণা ছিলই, পাশাপাশি অনেক অনেক পরিশ্রম করেছি। আল্লাহর রহমতে আমি স্বপ্নের ঢাকা ভার্সিটিতে চান্স পেয়ে যাই। অসংখ্য ধন্যবাদ সৃষ্টিকর্তাকে, আমার বাবা-মা এবং আমার সকল শিক্ষকদের। সবাই আমার জন্য দোয়া করবেন যেন জীবনে অনেক দূর যেতে পারি। >>>>DU-3rd (D-Unit from ctg)<<<< DU(C unit)-1599 DU(D unit)-24 JNU-417 JU(E unit)-66 CU(C Unit)-238 CU(D unit)-157
ONLINE EXAM Schedule
date |
subject |
chapter |
chapter name |
24.10.20 |
FIN-2 |
Chapter-10 |
বীমা সম্পর্কে মৌলিক ধারণা |
28.10.20 |
MGT-2 |
Chapter-10 |
নিয়ন্ত্রণ |
31.10.20 |
FIN-2 |
chapter-11 |
জীবন বীমা |
04.11.20 |
MGT-2 |
Chapter-09 |
সমন্বয় সাধন |
07.11.20 |
FIN-2 |
chapter-12 |
নৌ বীমা |
11.11.20 |
MGT-2 |
Chapter-08 |
যোগাযোগ |
14.11.20 |
FIN-2 |
chapter-13 |
অগ্নি বীমা |
18.11.20 |
MGT-2 |
Chapter-07 |
প্রেষণা |
21.11.20 |
FIN-2 |
chapter-14 |
বিবিধ বীমা |
25.11.20 |
MGT-1 |
Chapter-10 |
ব্যবসায় উদ্যোগ |
28.11.20 |
FIN-2 |
Chapter-09 |
ইলেক্ট্রনিক ও আধুনিক ব্যাংকিং |
02.12.20 |
MGT-1 |
Chapter-09 |
ব্যবসায় সহায়ক সেবা |
05.12.20 |
FIN-2 |
Chapter-08 |
বৈদেশিক বিনিময় ও বৈদেশিক মুদ্রা |
09.12.20 |
MGT-1 |
Chapter-08 |
ব্যবসায়ের আইনগত দিক |
to be continue...... |
|||
>>>বিশেষ দ্রষ্টব্য<<< # পরীক্ষা ONLINE এ আমাদের নিজস্ব WEBSITE এর মাধ্যমে অনুষ্ঠিত হবে। # সকল প্রকার পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন, সংজোন ও বিয়োজন করা অধিকার শুধুমাত্র রিয়াদ ভাই/ আরিফ স্যার সংরক্ষণ করেন। www.accountingarif.com |